Sharing is caring!
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এমপিএলের( মাহজন পাড়া প্রিমিয়ার লীগ) শুভ উদ্ভোধন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক কমিটির সভাপতি ও আনোয়ারা উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আকবর আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের বন ও পরিবেশ সম্পাদক ইব্রাহীম চৌধুরী। শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন এম পি এ লের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন। অনুষ্ঠানে শুভ উদ্ভোধকের বক্তব্যে শাহাদাত হোসেন বলেন,বতর্মান সমাজে দিন দিন যুবকেরা মাদকের দিকে ঝুকছে, যা হয়তো একদিন বর্তমান সমাজকে ধংস করে দিবে।বর্তমান যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে বের করে আনতে এমপিএেলের মতো টুর্ণামেন্টের কোনো বিকল্প নেই।এমপিএলের শুভ উদ্ভোধনী দিনে পর পর দুইটি খেলা অনুষ্ঠীত হয়।প্রথম খেলায় শাহাদাত-সাজিদ ফান ক্লাব বনাম মামুন এন্ড ব্রার্দাস এফসি নামের দুইটি শক্তিশালী দল।এতে মামুন এন্ড ব্রার্দাস এফসিকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে যায় শাহাদাত-সাজিদ ফান ক্লাব।পরবর্তী খেলায় রাসেল ইউনাইটেড ক্লাব কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে চ্যালেন্জিং চ্যাম্পিয়ন।