Sharing is caring!
সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২৫ জুন রোজ মঙ্গলবার দুপুর ২টার সময় গৌর মন্দিরে ঘুমন্ত অবস্থায় দাড়ালো দা দিয়ে লিটন দাস নামের এক ব্যাক্তির মাথা কেটে ব্যাগে ভরে থানায় গিয়ে হাজির হয় মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি লবু দাস।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিটন দাস কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ঘোষ পাড়া গ্রামের মৃত মতিলাল ঘোষের ছেলে । সে তার বোনের বাড়ি ঘোষ পাড়ায় থেকে মানুষের কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করত।
লিটনের বোন মিনা রানী ঘোষ জানায়, ঘটনার কিছুক্ষণ আগে লিটন বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে মন্দিরের ভিতর ঘুমিয়ে পড়লে নাসিরনগর পশ্চিম পাড়ার পরমানন্দ দাসের ছেলে মানষিক ভারসাম্যহীন লবু দাস (৫০) ঘুমন্ত লিটনকে ধারালো দা দিয়ে মাথা কেটে ব্যাগে ভরে দা ও মাথা নিয়ে থানায় গিয়ে হাজির হয়। জানা গেছে লবু দাস মানসিক ভারসাম্যহীন।
সে আনুমানিক ৭ বছর পূর্বে তার আপন চাচা সাবেক মেম্বার মতি লাল দাসকে খুন করার অভিযোগে দীর্ঘ দিন জেল হাজতে ছিলেন। ঘটনার পর থেকেই পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে, ঘটনার পরপরই নাসিরনগর থানা পুলিশ লিটনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশের ময়নাতদন্ত জন্য পাঠিয়েছেন।