Sharing is caring!
★★★ এলো ফাল্গুন ★★★
কৃষ্ণচূড়া আর শিমুলের শাখে,
ফুটেছে রক্তিম ফুল।
মধু আহরণে মৌমাছি পাখি,
করে নাতো ভুল।
তুমি বিহণে বড্ড একা,
কোথায় আছো প্রাণের সখা।
ফাগুনের আগুন লেগেছে ধরায়,
প্রশান্তি দাও বুকে জড়ায়।
শিমুলের আবেশে পড়বে নব,
বাসন্তি কেনা কাপড়।
ফাগুন মাসে বসতে মজা,
সবুজ ঘাসের উপর।
কোকিলের গান লয়ে,এলো ফাল্গুন,
শাখে শাখে সারি সারি, ফুটিয়াছে ফুল।
রঙিন পলাশ গাঁদা,ফুটিছে শিমুল,
নেচে নেচে মধুকর,করে গুনগুন।
ঝরিয়া পড়িছে সব,পুরাতন পাতা,
প্রকৃতির রঙ লেগে,রেঙে ওঠে মন,
পরশ বুলায় গায়ে,দক্ষিণা পবন।
কিশলয় আনিয়াছে,নতুন বারতা,
কোকিলের গান শুনে,ঘুম ভাঙে প্রাতে,
আকাশে বাতাসে ভাসে,কুসুমের ঘ্রান
পাপিয়ার গান শুনি, অমাণিশা রাতে।
উদাস করিয়া তুলে, সব মন প্রান।
ফুলে নাচে প্রজাপতি, দোলে তার পাখা।
ফাগুনের সব রঙ, যেন তাতে মাখা।
তাং-১৩/০২/২০২০খ্রিঃ
জি.এম.কৃষ্ণা শর্ম্মা_