২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গাজীপুর থেকে অপহৃত স্কুল ছাত্রী ময়মনসিংহে উদ্ধার, আটক ১

admin
প্রকাশিত জুন ২৫, ২০১৯
গাজীপুর থেকে অপহৃত স্কুল ছাত্রী ময়মনসিংহে উদ্ধার, আটক ১

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু, বিশেষ প্রতিনিধি :

গাজীপুর মহানগরের বোর্ডবাজার উত্তরখাইলকুর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রী ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে গাছা মেট্রো থানা পুলিশ।
উদ্ধারকৃত নাঈমা জান্নাত (১৩) নগরীর ৩৩ নং ওয়ার্ডের উত্তরখাইলকুর এলাকার নজরুল ইসলাম রনির মেয়ে এবং স্থানীয় ন্যাশনাল মডেল একাডেমির ৭ম শ্রেণির ছাত্রী।
সোমবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এর আগে গত ২৪ মে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। রবিবার রাতে অভিযুক্ত প্রধান আসামি আসাদুল (২৫) কে উত্তারখাইলকুর থেকে গ্রেফতার করা হয়েছে।
ভিকটিমের পিতা নজরুল ইসলাম রনি জানান, উত্তরখাইকুর এলাকায় তাদের নিজ বাড়ির পাশের একটি রিকসার গ্যারেজে কাজ করতো অভিযুক্ত আসাদুল। তার মেয়ে জান্নাত স্কুলে যাওয়া আসার পথে তাকে আসাদুল বিভিন্ন ভাবে উক্ত্যাক্ত করতো। তার স্ত্রীর মোবাইল ফোনে বাজে বাজে এসএমএস পাঠাতো।
এ বিষয়টি নিয়ে আসাদুলকে কয়েকবার সর্তক করলে সে জান্নাতকে তুলে নেয়ার হুমকিও দিয়ে ছিলো। গত ২২ মে জান্নাত স্কুল থেকে কোচিংয়ে যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে বাড়ির ফেরার সময় পার হয়ে গেলে পরিচিত সব স্থানে খোঁজা-খুজি করেন তারা।
কোথাও না পেয়ে তিন জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন গাছা থানায় একটি অভিযোগ দায়ে করেন। পরে প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, অভিযুক্ত আসাদুল একই এলাকায় ভাড়া থেকে রিকসার গ্যারেজে কাজ করতো ও মাছের ব্যবসা করতো।
ভিকটিমের পিতা হোমিওপ্যাথিক চিকিৎসক নজরুল ইসলাম রনির অভিযোগের ভিত্তিতে রোববার রাতে আসাদুলকে উত্তরখাইলকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাজিহাটি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।