Sharing is caring!
রবিউল ইসলাম মহেশপুর( ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে খালিশপুর ৫৮ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও অটো ভ্যানসহ আলেয়া খাতুন (৬০) ও আরিফুল ইসলাম (৩০) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বিজিবি। আটককৃত আলেয়া খাতুন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ সদর উপজেলার আসলাম উদ্দীনের স্ত্রী এবং ভ্যানচালক আরিফুল ইসলাম মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের পুত্র।
বিজিবি সুত্রে জানাগেছে, ১০ই ফেব্রুয়ারি সোমবার দুপুর ১.৩০ মিনিটের সময় খালিশপুর ৫৮ বিজিবি’র ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুর পৌর কলেজ স্ট্যান্ড দিয়ে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে ঐ এলাকায় অভিযান চালিয়ে কলেজ সংলগ্ন ব্রীজের উপর থেকে আলিয়া খাতুনকে ৫৯ বোতল ফেনসিডিল ও একটি অটো ভ্যান চালক সহ তাদের আটক করেন। এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।