টিপু সুলতান ভোলা জেলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনে জেলেদের প্রতিরোধে মুখে জলদস্যুদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ জলদস্যু সর্দারের স্বীকারোক্তিতে চরের গভীর জঙ্গলের আস্তানা থেকে দেশীয় অস্ত্রসহ একটি বন্দুক উদ্ধার করেছে।
সোমবার ভোরে পুলিশের একটিদল তজুমদ্দিনের মেঘনার একটি চরে (বাসনভাঙ্গা) কুখ্যাত জলদস্যু সর্দার শিপন শিকদার ওরপে কাটা কল্লাকাটা শিপন কে নিয়ে পুলিশ এই অস্ত্র উদ্ধার অভিযান চালায়।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান বৃহস্পতিবার রাতে ডাকাতি কালে মেঘনার জেলেদের গণধোলাইয়ের স্বীকার চিকিৎসাধীন দস্যু সর্দার শিপন ওরপে (কল্লাকাটা শিপন) সিকদারের স্বীকারোক্তি ও তার দেখানো মতে বাসনভাঙ্গা চরের জংগলে ডাকাতের নিয়মিত আস্তানা থেকে দেশীয় অস্ত্র ও বন্ধুক এবং দশটি পাইপ উদ্ধার করা হয়।
এর আগে শিপন ডাকাতকে একাদিক মামলায় গ্রেফতার করার পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
জামিনে মুক্তি পেয়ে সে আরো বেপরোয়া হয়ে দস্যুবাহিনী গড়ে তুলে হিংস্র হয়ে উঠে।
উল্লেখ্য আরো একাদিক বাহীনি সোনাপুর ইউনিয়নে ক্ষমতাশীল ব্যক্তিদের ছত্রছায়ায় ডাকাতরা তাদের ডাকাতি কার্যক্রম করে থাকে।
এক শ্রেণির নেতারা তাদের শেল্টার দিয়ে থানা ম্যানেজ করে থাকে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.