অভিযোগ ডেস্ক : পাঁচ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তি না হওয়া মামলায় অসহায় ও দরিদ্র হাজতিদের মধ্যে যারা বিনামূল্যে আইনি সহায়তা পেতে ইচ্ছুক তাদের তথ্য চেয়ে কারা মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি। মুজিববর্ষ উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে কমিটি।
কমিটির সদস্য সচিব অবন্তী নূরুলের স্বাক্ষরিত এ চিঠি আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) পাঠানো হয়। পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষকে সামনে রেখে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ৫ বছরের ঊর্ধ্বে মামলা নিষ্পত্তি না হওয়া হাজতিদের মধ্যে যারা সুপ্রিম কোর্টের সরকারি আইনি সহায়তা পেতে আগ্রহী এমন হাজতিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
তবে এর আগেও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ২০১৬ সালের ১৫ নভেম্বর এবং ২০১৭ সালের ১৯ নভেম্বর কারা মহাপরিদর্শককে এ সংক্রান্ত বিষয়ে দুই দফা চিঠি দেয়। পরবর্তীতে সেসব তালিকা অনুসারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।
বিনা বিচারে অসচ্ছল আটক হাজতিদের দীর্ঘ কারাবাসের বিষয়টি বিবেচনা করে এবারও এ ধরনের উদ্যোগ নিল সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.