মনির সরকার, বিশেষ প্রতিনিধি ::
চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকার ইয়াবা টেবলেটসহ নাইম ইসলাম নামে এক যুবককে আটক করেছে র্যাব।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় গাজীপুর ইউনিয়নের চেকানগর গ্রামের একটি মসজিদের পাশ থেকে নাইমকে আটক করা হয়।
এ সময় নাইমের দেহ তল্লাশী করে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। যার বাজার মুল্য ১ লাখ ২২ হাজার টাকা।
র্যাব-৯ এর এসআই মোঃ আব্দুল মালেক বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নং ডিআর ১২২৪(৩)১০-০২-২০২০ইং
উক্ত মামলায় পলাতক আসামী হিসেবে আহম্মদাবাদ ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিবের পুত্র জাবেদ লতিবের নাম রয়েছে। মামলার বিবরনে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা পুর্ব থেকেই চেকানগর গ্রামের বাইতুল আমান জামে মসজিদের পাশে অবস্থান নেন।
এ সময় ওই গ্রামের ইউনুস মিয়ার পুত্র নাইম ও জাবেদ ইয়াবা টেবলেট বিক্রি করছিলো। নাইমকে ৩০৫ পিস ইয়াবা সহ আটক করা হয় কিন্তু জাবেদ লতিব কৌশলে পালিয়ে যায়।
পলাতক আসামিকে ধৃত করার চেষ্টা চলছে বলে র্যাব সুত্র জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.