Sharing is caring!
নাইম নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে বাঁকা গ্রামের মোঃআরিফুল ইসলাম আরিফ (৩৮) নামে একজনকে গলা কেটে হত্যা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজ শয়ন কক্ষে তাকে হত্যা করা হয়।
নিহত আরিফুল ইসলাম আরিফ আত্রাই উপজেলার বাঁকা গ্রামের সিদ্দীকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ীর শয়ন কক্ষে খাট থেকে নামিয়ে তাকে গলা কেটে হত্যা করে। নিহত আরিফুল আত্রাই মৎস আড়ৎয়ে তার মাছের ব্যবসা ছিল।
আড়ৎ থেকে রাতে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে প্রথমে এলোপাথাড়ি মারধর করে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্রাই থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি ওসি।