Sharing is caring!
ডা.মিজান মাওলার কবিতা-
“গোবরের পদ্মফুল”
মানুষ মানুষেই ধর্মে কর্মে ইতিহাস রটে,
অনেক সময় গোবরেও পদ্মফুল ফোটে।
কাংখিত সফলতার উর্ধ্বে ঘটনা ঘটে,
সংগ্রামী চেতনা উজ্জীবিত প্রেরণা রটে।
মানুষের জীবন মানেই মানবতা,
সংসার জীবন মানেই আত্নীয় তা।
ভয়ভীতি হাঁহাঁ কার দুর্নীতি আর দুর্বিচার,
ব্যক্তি সমাজ স্বাধীনতা করছে সবাই ব্যবহার।
মানুষের বিবেক বলেই আদালত চলে,
অজ্ঞাত নামা এমন কিছু বিরম্বনা ফলে।
কালক্রমে যদিও কিছু ভালো মন্দ ঘটনা ঘটে,
তারা তো খ্যাতিমান মানুষের বিবেক আদালত রটে।
জাতি জ্ঞ্যাতির চিন্তা ধারা,
হিংসা বিদ্বেষ মহামারী সর্বহারা।
সফলতার দায়ভার খুশিতে বেশুমার,
কি যেনো সেই গোবরে পদ্মফুল আমার।
বিষন্নতার দায়ভার লাঞ্ছিত ধিক ধিক ও সে কুলাঙ্গার,
অসম্প্রদায়িক ব্যক্তি নয় তীব্র নিন্দা দেশ ও জনতার।