২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসের ক্ষয়ক্ষতি – কবিতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
ভালোবাসা দিবসের ক্ষয়ক্ষতি – কবিতা

Sharing is caring!


– ডা.মিজানুর রহমান মাওলা

চৌদ্দই ফেব্রুয়ারি মেয়েরা পড়বে পাতলা শাড়ি,
ছেলেরা পড়বে প‍্যান্টশার্টে ইনকরে দামী ঘড়ি।
পার্কে যাবে ছেলেমেয়ে তাড়াতাড়ি,
ফুলের গন্ধে কতো ছড়াছড়ি।

ছেলেরা মেয়েরা করবে জড়াজড়ি,
চা’ কফি বাদামের কাড়াকাড়ি।
হালকা গরম ণঁজর নিয়ে বাড়াবাড়ি,
মাঝেমধ্যে অর্থ দণ্ড গড়মিল আড়াআড়ি।

বেশি হলে লাগবে তখন মারামারি,
কিছুক্ষণ পর আবার হবে ছাড়াছাড়ি। ছ‍্যাঁকা খেয়ে টানবে ছেলেরা আবুল বিড়ি,
মেয়েরা পাবে কলঙ্কের মালা ভাঙা হাঁড়ি।

আসুন চিনেনেই যার নাম চৌদ্দই ফেব্রুয়ারি,
যাতে হয় নষ্ট ভালোবাসা দুর্নাম কারাকারি।
সবার আগে নিজেকে আমি সাবধান করি,
জীবনটাকে সুন্দর করে গুরূজনদের আদর্শে গড়ি।