Sharing is caring!
আগেই ক্ষমা চাই
মুহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ
পদ্মা নদীর পানি দিছি
ইলিশ দিছি ফাও,
টিপাই আজো দেইনি তবে
দিবো যদি চাও।
তিতাস বেঁধে রাস্তা দিছি
আকাশ দিছি খুলে,
বাংলাদেশের বাজার দিছি
তোমার হাতে তুলে।
ছিটমহলও দিয়া দিছি
নিন্দুকেরা বলে,
পাইপে করে গ্যাসও নাকি
দিছি তলে তলে.
চাইছো যা তা দিতে দিতে
শূণ্য আমার ঝোলা,
এখন শুধু বাকি আছে
পাছার কাপড় খোলা…