অভিযোগ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথম শ্রেণির বন্দি হিসেবে সুচিকিৎসায় মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিক নিশ্চিত করা হয়েছে। কারাগারে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টানে মানবাধিকার সুরক্ষা শীর্ষক এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। তার শরীরের কথা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন রেখে চিকিৎসা করানো হচ্ছে। তার জন্য নির্দিষ্ট মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে, যে বোর্ড সবসময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছে। এ ছাড়াও একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ায় তিনি বেশ কিছু সুযোগ-সুবিধাও ভোগ করছেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া নির্দিষ্ট মামলায় সাজাপ্রাপ্ত আসামি। আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করে তাকে মুক্তি পেতে হবে। এজন্য রাজপথে আন্দোলন করার দরকার নেই। তার মুক্তির ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.