১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে ব্যবসায়ীকে অপহরন, ভিকটিম উদ্ধার ও আটক ২

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
পটুয়াখালীতে ব্যবসায়ীকে অপহরন, ভিকটিম উদ্ধার ও আটক ২

Sharing is caring!

রাজিব হোসেন সুজন, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃ পটুয়াখালীতে এক ব্যবসায়ী অপহরন, ভিকটিম উদ্ধার ও দুই অপহরনকারী আটক করেছে র‍্যাব-৮।

 

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গত ০৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০.০০ টার দিকে অভিযান শুরু করে ০৮ ফেব্রুুয়ারি ২০২০ইং তারিখ ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী জেলার সদর থানা ও বাউফল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহজাহান গাজী(৫০), পিতাঃ মৃত আর্শেদ গাজী, সাং-মরিচবুনিয়া (৪নং ওয়ার্ড), থানাঃ পটুয়াখালী সদর, জেলাঃ পটুয়াখালী নামক এক ব্যবসায়ীকে অপহরণ পূর্বক ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবির অভিযোগে (১) মোঃ মিরাজ হোসেন(২৫), পিতাঃ রুহুল আমিন, সাং-গেরাখালী (৯নং ওয়ার্ড), থানাঃ পটুয়াখালী সদর, জেলাঃ পটুয়াখালী, (২) মাঃ খোকন হাওলাদার (২৮), পিতাঃ মৃত আলী হোসেন হাওলাদার, সাং-কেশবকাঠি, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল এদেরকে আটক করা হয়।

 

এ সময় অপর অপহরণকারী (৩) মোঃ সাইফুল ইসলাম  সাইদুল(২৫), পিতাঃ মোঃ শাহ্ আলম, সাং-গেরাখালী (৯নং ওয়ার্ড), থানাঃ পটুয়াখালী সদর, জলাঃ পটুয়াখালী কৌশলে পালিয়ে যায়।

 

ঘটনার বিবরণে জানা যায় , গত ০৪ ফব্রুয়ারি ২০২০ইং তারিখ সন্ধ্যার সময় ভিকটিম মোঃ শাহজাহান গাজীকে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা হতে অপহরণ করে অভিযুক্ত অপহরণকারীরা ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

 

এ সংক্রান্ত ভিকটিমের স্ত্রী বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র‍্যাবের সহযোগিতা কামনা করেন।

 

তদপ্রেক্ষিতে র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত কাল রাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারি ১নং আসামী মোঃ মিরাজ হোসেনকে তার নিজ এলাকা পক্ষীয়া ফতুল্লা বাজার হতে আটক করা হয়।

 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ভিকটিমকে বাউফল থানাধীন উপজেলা সংলগ একটি দোতলা বাড়ীর একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

 

এ সময় ২নং আসামী মোঃ খোকন হাওলাদারকে আটক করা হলেও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৩নং আসামী মোঃ সাইফুল ইসলাম  সাইদুল কৌশলে পালিয়ে যায়।

 

উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীদর পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।