২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

১৪ -ই ফেব্রুয়ারী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
১৪ -ই ফেব্রুয়ারী

Sharing is caring!

তৌফিকুর রহমান আজাদ লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রামে

১৪ -ই ফেব্রুয়ারী

সুবীর সিকদার

১৪ -ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালোবাসা দিবস,
মনে-মনে ভাবছ, love করবে, don’t lose.
ব্যাখ্যটা almost একটু ভুল ভাবেই করো,
ছেলে- মেয়ে উভয়ই lover -র পিছু ধরো।

মাতা- পিতা ভাই- বোন, আত্মিয় পরিজন,
সবাইকেই রয়েছে, ভালোবাসার প্রয়োজন।
এই বন্ধনের দ্বারাই মোদের, মিলে-মিসে বাঁচা,
এর নাম রেখেছে মানুষ প্রেম-ভালোবাসা।

সব ভুলে কেন আমরা, এক দিকেই ধাঁই?
Lover ছাড়া জগতে কি, আর কেহ নাই?
এত বেশি বারাবারি, lover নিয়ে কারাকারি,
একটু পরেই ছাড়া-ছাড়ি, খুবই কি দরকারি?

দেশে অসুস্থ সংস্কৃতি চর্চা, বাড়ছে ভীষণ ভাবে,
এভাবে চলতে থাকলে, দেশটা রসাতলে যাবে।
ভালোবাসা স্বর্গীয়, এর পবিত্রতা রক্ষা করো,
আগামীর ভবিষ্যত তোমরা, সুষ্ঠ সমাজ গড়ো।