২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গুজব

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
গুজব

Sharing is caring!

গুজব
সানিউর রহমান

পড়িতে পারিনা সহিত্য
পড়িতে পারিনা বই
মনে শুধু সংকুচ হয়
জীবন হারানোর ভয়।

আজ ডেংগু কাল করুনা
এভাবে তোমরা আমায় মেরুনা।
মরনের ভয় সবসময় মনে রই।
তাইতো মন কিছুতেই বসে না।

কবে আসে মিছিল, হরতাল
কবে আসে মহামারী।
কিছু হয় গুজব
কিছু হয় সত্যি।

এ জীবনে তরী
দিতে পারিনা পারি।
মনে শুধু হয়
মরে যাবার ভয়।

গুজব বলিয়া হঠাৎ সাহস করি।
জীবন যুদ্ধে দিব এবার পাড়ি।
তাইতো এখন কবিতা, উপন্যাস
সকল বই সাহিত্যই পড়ি।