রাকিবুল হাসান শ্রীপুর(গাজীপুর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজারে ২টি জুয়েলারী দোকানসহ ১২টি দোকানের তালা ভেঙ্গে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ডাকাত দল কৃষ্ণ রায় শিল্পালয় থেকে– ৩ ভরি স্বর্ণ, ২৫ ভরি রোপা, নগদ ৮০ হাজার টাকাসহ সিন্ধুক, লোকনাথ শিল্পালয় থেকে– ২ ভরি স্বর্ণ, ২৫ভরি রোপা, নগদ ১৯ হাজার ৫০০শত টাকাসহ সিন্ধুক, ফাহাদ টেলিকম থেকে– ২৪টি মোবাইল, নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল, শরীফ ইলেক্ট্রনিক্স দোকান থেকে– ১৩টি এলইডি টিভি যার মূল্য প্রায় ২ লাখ টাকা, আওলাদ টেলিকম থেকে– ৫০টি মোবাইল, ১২টি চার্জার, ৪০টি মেমোরিকার্ড ও নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল, মাসুদের মুদি দোকান থেকে– সিগারেটসহ ২০ হাজার টাকা, আজাহার স্টোর থেকে– নগদ টাকা ও সিগারেটসহ প্রায় ৫ হাজার টাকার মালামাল, আরিফ হার্ডওয়্যার থেকে– নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৫০ হাজার টাকা, জামান সেনেটারী দোকন– ২ টি সাবমারসিবল যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা, আজিম উদ্দিন ভাই ভাই টেলিকম থেকে– মোবাইলসহ নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
বাজার ব্যবসায়ীরা জানান, ২০-২৫ জনের ডাকাত দল বাজার পাহারাদারদের বিভিন্ন অস্ত্র-সস্ত্রের মুখে জিম্মি করে হাত, মুখ ও চোখ বেধেঁ বাজারের মসজিদের চিপা গলিতে নিয়ে আটকে রেখে ডাকাতির ঘটনাটি ঘটায়। মঙ্গলবার দিবাগত রাত ১ টা থেকে পৌনে ৩ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা লুটপাটের তান্ডব চালিয়ে নির্বিগ্নে চলে যায় ডাকাতরা।
স্থানীয় জনগণ রাগে ক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে! পুলিশি দ্বায়িত্ব অবেলা ও ঠিকমত টহল না থাকায় হরহামেশাই চুরি-ডাকাতির ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় জনগণের। এখান উল্লেখ থাকে যে এর আগে ৯ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দে কালীগঞ্জ থানাধীন উলুখোলা বাজারে সাত নৈশপ্রহরীকে এক রশিতে বেঁধে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ২০-২৫ জনের ডাকাত দল ডাকাতি করে,যা উলুখোলা পুলিশ ফাঁড়ির ঠিক উল্টো পাশে ২০০ মিটার দূরত্বে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন- খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন পুলিশ।ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুল হক জানান, গতকাল রাতে সাওরাইদ বাজারে ৭/৮টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগত টাকাসহ ৮লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.