Sharing is caring!
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক সীমান্তবর্তী বিরামপুর ও হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলার বিরামপুর ও হাকিমপুর উপজেলায় পৃথক পৃথক ৩টি অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্র জাতীয় সাপ্তাহিক অভিযোগ কে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে বিকাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) উপজেলার হাকিমপুর টু দিনাজপুর পাকা রাস্তায় অটোরিক্সা যোগে যওয়ার সময় বিরামপুরের পূর্ব জগন্নাথপুর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মোঃ জনিকে (৩০) আটক করা হয়।সে দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন পূর্ব জগন্নাথপুর এলাকার মোঃ মতিয়ার রহমানের পুত্র।
অপরদিকে হাকিমপুর (হিলি) টু বিরামপুর রোডের বেগমপুর বিলেরপার নামক এলাকায় দিনাজপুর গামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহ ভাজন ব্যক্তির দেহ তল্লাশি করলে যাত্রীবেশে থাকা মাদক কারবারি এরশাদকে (৩০) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীন ভারতীয় সীমান্তের কাঁটাতার ঘেঁষা গ্রাম বাঘমারা এলাকার মোঃ গুলজার মন্ডলের পুত্র।
এছাড়া, একই দিন বিকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা দাউদপুর টু কাটলা রাস্তা দিয়ে টিভিএস এ্যাপাচি মোটর সাইকেল যোগে যওয়ার সময় মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেনকে (২৭) আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন দক্ষিণ দাউদপুরের সমতুল্লাপাড়া এলাকার মোঃ মকবুল হোসেনের পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথকভাবে দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুর থানায় ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জাতীয় সাপ্তাহিক অভিযোগ কে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ লোকমান হোসেন।এব্যাপারে, দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর থানা সূত্র জাতীয় সাপ্তাহিক অভিযোগ কে জানিয়েছেন যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তান্তর কৃত আসামীদেরকে বুধবার (৫ ফেব্রুয়ারী) দিনাজপুর আদালতে পৃরণ করা হয়েছে।