২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
কবিতা

Sharing is caring!

মোহাম্মদ তৌফিকুর রহমান আজাদ

কবিতা নয়, জীবন থেকে নেওয়া,
ভাল লাগলে ব্ন্ধুকে চাই দেওয়া। Please share.
দুর্ভাগ্য
সুবীর সিকদার।

আমার ভাগ্য বড় আজব,
সৌভাগ্যের বড়ই অভাব,
আমি সবার পিছনে থাকি,
নিজেকে ভাবি আনলাকী।

কোন ভাল আমার নয়,
সব কিছুতেই পরাজয়।
যে কাজে যেদিকেই যাই,
কোথাও পাই না ঠাঁই।

কে আছে এমন, কোন ভুল নাই?
কিন্তু, অধিক বকা আমিই খাই,
অন্যের ভুলেও আমি দন্ডি,
কেমন করে এ দশা খন্ডি।

আয়োজন করতে আমি যাই,
আসল সময় আমি নাই।
গুছানোর কাজটাও করি,
প্রশ্নের সম্মুখে আমিই পরি।

আমি সবার ভাল চাই,
তাও, বদনামটাই পাই।
সদা মনে-মনে ভাবি,
সৌভাগ্যই সফলতার চাবি।

মনটা ব্যাকুল, কি আর করি!
একা-একা ধৈর্য্য ধরি,
দুর্ভাগ্য এ জীবনে কেমন করে,
আমি পৌছাবো ঐ স্বপ্নপূরে।