বিশেষ প্রতিনিধি - মোঃ আলাউদ্দিন :
২০১১- নাসিরের যখন অভিষেক হয় তখন সবাই বলেছিল আমরা আরেকটা সাকিব পেয়ে গেছি
২০১৬ -মিরাজের অভিষেক এর পর সবাই বলেছিল সাকিবের জায়গাটা মিরাজ নিবে,মিরাজ বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার
২০১৯- আফিফের অভিষেকের পর সবাই বলছে সাকিব নিষিদ্ধ তাই তাকে সাকিবের জায়গা দেওয়া হোক অথচ সে ৬ ম্যাচ ফ্লপ হয়ে ১ ম্যাচে ফিফটি করে উইকেট এর কথা বাদ অই দিলাম
আরে ভাই এইরকম নাসির মিরাজ আফিফ আসবে যাবে কিন্তু কখন ও সাকিবের জায়গা নিতে পারবে না আপনি যদি দেশ সেরা ব্যাটসম্যান তামিম ও দেশ সেরা বোলার মুস্তাফিজকে যোগ করেন তারপরে ও এক সাকিব হবে না কারন তারপরে ও captaincy এর অভাব থেকেই যাবে,,
সাকিব একজন অই হয় বার বার জন্ম নেওয়ার মত প্লেয়ার উনি নন,,গর্ব করে বলতে পারি এইরকম একটা সাকিব আমাদের বাংলাদেশেই জন্মেছে এই বলে শাকিব ভক্তদের দাবী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.