সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে ২৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ঝিনাইদহ সদরের চুটলিয়া এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী তারা বানু ও আরাপপুর এলাকার মৃত শফিউদ্দীন পেশকারের ছেলে আরিফুল ইসলাম।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর এলাকায় ডিবি পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা ৪৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদকের নিয়মিত মামলা দিয়ে আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.