Sharing is caring!
নানামতের আঞ্জাম
মাহবুব আলম প্রিয়
হরেক মানবের ভীরে
নানা মতের আঞ্জাম
যার যার মতে চলুক
কি দরকার গেঞ্জাম?
যার যেটা ভালো লাগে
করতে দিলে দোষ কি?
লাগাম টানতে হবে তখন
দেশ ও দশের হলে ক্ষতি।
মনে চাইলে দশ হাতকে
পূজো দিবেন দেন,
ইচ্ছে হলে মক্কায় যেয়ে
পবিত্র হোন; করেন শুধু ধ্যান !
আস্থা বিশ্বাস যার যার
কি ভাই কাউকে বলে
গরু, ঘোড়া, গাঁধা?
সব ধর্মেই শান্তির কথা
মানব প্রেমে ভরপুর
আমার কাছে ইসলাম হলো
স্বর্গে যাবার উজ্জল নুর!
আপনার মনে যাহা আছে
ভেবে দেখেন মনে
উপযুক্ত হলে তাহা
থাকেন তাহার সনে।
বিবেক দিয়ে ভেবে দেখেন
মনে কাহার বাস
নিজের মতের পক্ষে টানতে
দিচ্ছেন কেনো বাঁশ?