Sharing is caring!
আব্দুল করিম,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নিরাপত্তা তল্লাশিতে চট্টগ্রাম কারাগারে এবার ইয়াবা নিয়ে প্রবেশের সময় মুক্তা বেগম (৩৫) নামে এক দর্শনার্থীর কাছে মিললো ২২ পিস ইয়াবা। তিনি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ার ইসলামপুরের আনোয়ার হোসেনের স্ত্রী।
শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে তল্লাশির সময় তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। এ সময় তিনি একটি মেয়ে শিশু নিয়ে কারাগারে প্রবেশ করছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, কারাফটকে প্রবেশের সময় তাকে তল্লাশি করা হলে ওই দর্শনার্থীকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশে হস্তান্তর করা হয়।
এর আগেও গত সপ্তাহে দুজন বন্দির কাছে বিশেষ কৌশলে কারাগারের ভেতর ইয়াবা নিয়ে প্রবেশের সময় দুজন বন্দির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল।