রাকিবুল হাসান গাজীপুর জেলা প্রতিনিধিঃ
অভিয়োগ কারী ফুরকান উদ্দিন (৩৫) সাং মুলাইদ, ইউপি তেলিহাটি থানা শ্রীপুর জেলা গাজীপুর আমি টেপিরবাড়ী কমিউনিটি ক্লিনিক শ্রীপুর গাজীপুরে সি,এইচ,সি,পি পদে কর্মরত আছি।গত ৩০.১.২০২০ ইং তারিখ বিকাল আনুমানিক ৩.০০টার সময় আমি ক্লিনিকের কাজকর্ম শেষ করিয়া তালা বন্দ করিয়া বাড়ীতে চলিয়া আসি। অদ্য ০১.০২.২০২০ রোজ শনিবার সকাল ৯.০০ টার সময় আমি উক্ত কমিউনিটি ক্লিনিকে যাই গিয়ে দেখি ক্লিনিকের পূর্ব পার্শ্ব আমার রুমের তালা খুলে রুমে প্রবেশ করি তার পর দেখিতে পাই যে, রুমের জানালার গ্রিল কাটা ও রুমে থাকা সুলারের ব্যাটারি নেই হর্থাৎ অজ্ঞাত নামা চোর অথবা চোরেরা গত ৩০.০১.২০২০ ইং তারিখ রাত হইতে ০১.০২.২০২০ ইং ভোর অনুমান ৫ টার মধ্যে যে কোন সময় সুলারের ব্যাটারি চুরি করিয়া নিয়া গিয়াছে যাহার মূল্য ২৫ হাজার টাকা হবে অনুমানিক সর্ব মোট-ক্ষতিগস্ত হয় প্রাই ৪০ হাজার টাকার মত এলকা বাসির দাবি অপরাধী যে কেউ হউক না কেনো আমরা তার সঠিক বিচার চাই, তাই প্রশাসনের দৃষ্টি আক্রশন করছি ২৪,ঘন্টার মধ্য, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী কে আইনের আলতাই আনা হউক,
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.