ভাষার কথা- বাংলা
- কবি ডা.মিজান মাওলা -
পাকিস্তানের পুর্ব কোনে বঙ্গ বঙ্গ শব্দ সুরে,
হন্য পন্য গন্য না হয় বঙ্গ বঙ্গ রদ করে।
বাংলা ভাষার সম্মেলনে বায়ান্নর আন্দোলন,
বাংলা ভাষার মুক্তি পাক পুবের সূর্য ঐক্যের ডাক আন্দোলন।
রব উঠেছে ডাক এসেছে বাংলা ভাষার আন্দোলন,
পুর্ব বাংলার ইঞ্চি মাটি করলো তাঁরা সম্মেলন।
শব্দ সুরে ছন্দ গড়ে মোদের গর্ব মোদের আশা আ'মরি বাংলা ভাষা,
মায়ের ভাষা মুখের বুলি দারুন শেখায় শব্দ গুলি বর্ণ লেখক চাষা।
বর্ণ যোগে শব্দ চেনা অ-ম-র বাংলা ভাষা,
এই ভাষাতে যাদু আঁকা রক্তে শহীদ মাখা।
একুশে ফেব্রুয়ারী আটই ফাল্গুনে বাংলা ভাষার হলো স্বাধীন পুর্ব বাংলা,
বাংলা ভাষায় শহীদ হলেন সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আর যারা।
বাংলা ভাষার রক্ত ঝরে শহীদ করে স্বাধীন গড়ে,
বাংলা ভাষায় যুদ্ধ করে পরাধীনতার স্বাধীন করে।
ইতিহাসে জলন্ত প্রমাণ করে বিশ্বের বুকে দেশভাষাতে যুদ্ধ করে,
বাংলা ভাষা মধুর সুরে সংগ্রাম করে একাত্তরে বাংলাদেশ স্বাধীন করে।
পাকিস্তানের পরাজয় পৃথিবীর বুকে বাংলাদেশের বিজয়,
বাংলা ভাষার বিজয়ে রক্তাক্ত চেতনা আর প্রেরণার সেই দুর্জয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.