২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সৌদি গৃহকর্মীদের স্পনসরশিপ পরিবর্তনের সুযোগ মিলছে অবশেষে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
সৌদি গৃহকর্মীদের স্পনসরশিপ পরিবর্তনের সুযোগ মিলছে অবশেষে

Sharing is caring!

মনির সরকার,সৌদি আরব প্রতিনিধি :

সৌদি গৃহকর্মীদের স্পনসরশিপ পরিবর্তনের সুযোগ মিলছে অবশেষে ! হাউজ ড্রাইভার, আমেল মঞ্জিলের মত পেশার লোকরা এখন স্পনসরশিপ বা কাফালা পরিবর্তন করতে পারবেন ।

 

৭ বছরের দীর্ঘ বিরতির পর এই প্রক্রিয়া আবার চালু করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় যে কোন সৌদি গৃহকর্মী তার পেশা পরিবর্তন করে স্বাধীনভাবে অন্য পেশায় যেতে পারবে।

 

সৌদি গৃহকর্মীদের

 

সৌদি সংবাদমাধ্যম আল ওকাজ এবং সৌদি গেজেটের সূত্রমতে, এই স্পনসরশিপ পরিবর্তন অবশ্যই শ্রম মন্ত্রণালয়ের কোন শাখা থেকে করতে হবে।। অনলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে এটি করা যাবে না।

 

সৌদি শ্রম মন্ত্রণালয় কিছু শর্ত আরোপ করেছে স্পনসরশিপ পরিবর্তনের মাধ্যমে যারা পেশা পরিবর্তন করতে ইচ্ছুক তাদের জন্য। এক্ষেত্রে আকামা একবছরের অধিক সময়ের জন্য নবায়ন করা যাবে না।

 

এই সময়ের মাঝে পরিবর্তন করতে চাইলে তা কার্যকর হবে না কেননা এক্ষেত্রে আবেদনকারীর প্রবাসী ফি মওকুফ হয়ে যায়।

 

সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল সেই গৃহকর্মীর সেবা কোন সংস্থা বা মোয়াচ্ছাচা থেকে একক মালিকানায় স্থানান্তর করা সম্ভব নয়।