Sharing is caring!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি
অভিযোগ ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে ঢাকা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে তিনি তারা ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
স্বাধীনতার স্বপক্ষের শক্তির জয় হবে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো।
নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, উদ্বেগ তারা প্রকাশ করতে পারেন। আমাদের অতীত ইতিহাস তো ভালো নয়। আমরা দেখেছি এর আগে কীভাবে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করা হয়েছে।
এ সময় গণমাধ্যমকর্মীদের করা এক প্রশ্নের জবাবে বিভিন্ন দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তাদের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক করার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।