Sharing is caring!
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলাসহ একাধিক মামলার পালাতক আসামী রিংকু বিশ্বাসকে ১শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। বৃহ¯পতিবার দিবাগত রাতে উপজেলার আনন্দবাগ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী নিলয় পারভেজ ওরফে রিংকু বিশ্বাসকে মাদকসহ গ্রেফতার করা হয়। সে ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুহুল বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার পালাতক আসামী নিলয় পারভেজ ওরফে রিংকু বিশ্বাসকে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতার রিংকু বিশ্বাস দীর্ঘদিন ঝিনাইদহের কালীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।