Sharing is caring!
অভিযোগ ডেস্ক : মৌলভীবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কমলগঞ্জ বার্তা ডট কমের শ্রীমঙ্গল প্রতিনিধি,এবং চা শ্রমিক ডটকম পত্রিকার শ্রীমঙ্গলের সংবাদদাতা ও শ্রীমঙ্গল উপজেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য, সুদীপ কৈরী কে ০১৭৮৭ ৩৭৩৭১৯ নাম্বারের মোবাইল থেকে ২১ জুন রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টা ৫৮ মিনিটে। তাহার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে। অক্ষত ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। হুমকির পরিপ্রেক্ষিতে, মোবাইল নাম্বার উল্লেখ করে সুদীপ কৈরী বাদী হয়ে।আজ ২৩ জুন রোজ রবি বার দুপুরে শ্রীমঙ্গল থানায় এ অভিযোগ দায়ের করেন।
শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত সাধারন ডায়েরি নং (১৩৭৫)
থানায় অভিযোগ কারী সাংবাদিক সুদীপ কৈরী শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকার মৃত শ্রী নারায়ন কৈরীর ছেলে। স্থানীয়রা জানায়, সুদীপ কৈরী একজন ভালো মাপের সাংবাদিক, এবং তার উপরে গত কিচু দিন আগেও এক বার হামলা হয়েছিলো বলে জানান তারা। সুদীপ কৈরী জানান মুঠোফোনে এমন প্রাণনাশের হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শ্রীমঙ্গল থানার ওসি ছালেক আহমদ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে,