Sharing is caring!
সফলতার সেবা
ডা.মিজান মাওলার কবিতা-
সেবক হয়ে সেবা দিতে
আসছি তবো ধারে,
কর্ম পথে আয়রে চলে
ডাকছি বারে বারে।
শিক্ষা জ্ঞানে কর্ম বিকাশ
উন্নত সব দেশ,
আপন পুঁজি খোঁজ রুজি
ব্যবসায়ী মনোবেশ।
তৈরী করো কুটির শিল্প
মাছ গাছের চাষ,
কৃষি চাষে গবাদির পালন
করো কৃষক বাস।
নিত্য নতুন উদ্দীপনায়
সেবার খবর দিবো,
সেবক আমি গরীব দুঃখীর
ভালো মন্দের খবর নিবো।
অলস ভরে থাকলে জীবন
বেকারত্বের কুফল,
কর্মগুনে বাড়বে আয়
সংসার জীবন গড়বে সুফল।
শরীর স্বাস্থ্য ভালো রেখে
আয়ের কাজ করো,
সুখি সংসার সমাজ গড়তে
সফল পথ ধরো।