১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ভোলায় ডিবি পুলিশের অভিযানে এক যুবক গাঁজাসহ আটক

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২০
ভোলায় ডিবি পুলিশের অভিযানে এক যুবক গাঁজাসহ আটক

Sharing is caring!

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের পরিচালিত মাদক বিরোধি অভিযানে ডিবি পুলিশের পাতা জালে আটকা পরেছে ১ মাদক ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানাগেছে, ৩০শে জানুয়ারি ২০২০ রাত্র ০৯.১০ ঘটিকার সময় ভোলা গোয়েন্দা বিভাগের অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের তত্তাবধানে, এসআই মো: আবু জাফর বিশ্বাস সংগীয় ফোর্স ,জেলা গোয়েন্দা শাখা,ভোলা অদ্য ইং- ৩০শে জানুয়ারি ২০২০ খ্রি রাএ ০৯:১০ ঘটিকায় ভোলা সদর মডেল থানাধীন পৌর ০১নং ওয়ার্ডে অভিযান করিয়া আসামী ১। মো: শামীম (২০) পিতা- মো: আবুল কাশেম সাংচরনোয়াবাদ ০১ নংওয়ার্ড থানা- ও জেলা- ভোলাদ্বয়কে২০( বিশ) গ্রাম গাজাসহ গ্রেফতার করেন। মামলা প্রক্রিয়াধীন।