১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Sharing is caring!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা – ফাইল ছবি

 

 

টি. আই. অশ্রু, অভিযোগ প্রতিবেদক :

নিজে চাকরি না করে চাকরি দেবো এই চিন্তাটা মাথায় রেখে যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে জাতীয় যুব পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

 

 

প্রধানমন্ত্রী বলেন, দুয়ারে দুয়ারে চাকরি ভিক্ষে না করে সব সময় এটা চিন্তা করতে হবে- আগে দেখতে হবে আমি নিজে কি করতে পারি, নিজে কতটুকু কাজ করতে পারে মানুষকে কিছু দিতে পারি কিনা।

 

 

তিনি বলেন, আমি চাকরি করবো না আমি আরো দশ জনকে চাকরি দেবো এই চিন্তাটা মাথায় থাকলে অনেক বড় বড় কাজ করা যায়। শুধু চাকরির দিকে মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের নিজেদের চিন্তা-চেতনা বা কর্মশক্তি আছে, দক্ষতা আছে তার মাধ্যমে নিজে যেমন কাজ করবে, আরও দশজনকে কাজ করবার সুযোগ করে দিতে পারবে।

 

 

প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে, সেটা থাকলে পরে আমার মনে হয় বাংলাদেশের কেউ আর বেকার থাকবে না।

 

 

মুজিববর্ষ ঘিরে তরুণদের জন্য সরকারের লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে, সারা বাংলাদেশে এই মুজিববর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে।

 

 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির। অনুষ্ঠানে সফল ২৭ জন সফল আত্মকর্মী ও সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল আত্মকর্মী ও সংগঠকদের পক্ষে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান ও যুব সংগঠক হিসেবে সারাদেশে যুব নারী কোটায় প্রথম স্থান অর্জনকারী পারভীন আকতার।