Sharing is caring!
নাইম,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ১শ’ ৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার ভাবিচা পশ্চিমপাড়া (বন বিভাগ) গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (২৩) মহিষ কুড়ি হঠাৎপাড়া গ্রামের তৈয়বর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩৫) ও একই গ্রামের গুল মোহাম্মদের ছেলে পলাশ (২৬)। নওগাঁ জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাকাল সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (ডিবি) শহিদুল ইসলামের নেতৃত্বে এএআই ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ নিয়ামতপুর থানাধীন ভাবিচা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১শ’ ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। ডিবির এসআই ফেরদৌস আলী ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে এবিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।