Sharing is caring!
রবিউল ইসলাম (মহেশপুর প্রতিনিধি)
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী কতৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় স্ত্রীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটছে বুধবার দুপুরে উপজেলার নাটিমা ইউপির জাগুসা গ্রামের দক্ষিণপাড়ায় স্ত্রী শারমিনের বাবার বাসায়। স্ত্রী শারমিন খাতুন (২২) জাগুসা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, গত ১ বছর আগে উপজেলার যাদবপুর ইউপির যাদবপুর উত্তরপাড়ার পান্নু মিয়ার ছেলে সোহাগ (২৮) এর সাথে বিয়ে হয়। এটা সোহাগের দ্বিতীয় ও স্ত্রী শারমিনে তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় কিছুদিন আগে স্ত্রী শারমিন নিজ বাপের বাড়ি চলে আসলে, ২৯ জানুয়ারী বুধবার সকালে স্বামী সোহাগ, স্ত্রী শারমিনের বাবার বাড়িতে এসে দুই জন একই ঘরে অবস্থান করার এক পর্যায়ে এমন ঘটনাটি ঘঠে। এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খান জানান, পুরুষাঙ্গ কর্তনকৃত ছুরিটি ও লিঙ্গের বাকি অংশ উদ্ধার করেছি এবং ঘটনাস্থল থেকে স্ত্রী শারমিন কে আটক করা হয়েছে।