Sharing is caring!
সুমন মল্লিক বিশেষ প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছোট ভাই মো. আব্দুল্লাহর দায়ের কোপে কলেজ পড়ুয়া বড় ভাই আবদুর রহমান (১৯) খুন হয়েছে। (২৭ জানুয়ারি) সোমবার দিবাগত রাতে ৯টায়
শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে পিতা আবুবকর সিদ্দিক এর বসত ঘরে এ হত্যা কান্ড ঘটে। তারা ঐ এলাকার সৌদি প্রবাসী আবুবকর সিদ্দিকের ছেলে।
জানা গেছে, কেক খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় বাক বিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরের তরকারি কাটা দা দিয়ে আব্দুর রহমানকে কোপ দেয় ছোট ভাই আব্দুল্লাহ (১৭)। এতে গুরুতর আহত হয় আঃ রহমান। পরে তাকে রাজাপুর স্বাস্হ্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাতে পুলিশ খবর পেয়ে হাসপাতাল গিয়ে লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক আব্দুল্লাহ পলাতক রয়েছে।
রাজাপুর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহত আব্দুর রহমানের চাচা আঃ খালেক বাদী হয়ে আবদুল্লাহকে একমাত্র আসামী করে ৩০২ ধারায় মামলা (নং ১৯) করেছে। মামলা তদন্তকারী অফিসার এস আই খোকন জানান, ঘাতক আব্দুল্লাহকে গ্রেফতারের অভিযান চলছে।