Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতুঃ ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খারাজোড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে প্রায় ৩ কোটি টাকা মুল্যের ঔষধ তৈরীর কাচামাল
ডাকাতির ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে প্রায় দেড় কোটি টাকা মুল্যের মালামাল উদ্ধার করেছে বলে
মঙ্গলবার প্রেসব্রিফিংয়ে জানানো হয়। পুলিশ প্রেসব্রিফিংয়ে জানায়,ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে উপজেলার খাড়াজোরা নামক এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৮ ডাকাত স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ এর ঔষধ তৈরীর ২৬৯ ড্রাম কাচামাল বহনকৃত কভার্ড ভ্যানের চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে
কভার্ডভ্যান সহ মালামাল লুটে নেয়। এ ঘটনায় গত ১৬ জানুয়ারী কালিয়াকৈর থানায় ২১ নং মামলা দায়ের করে পুলিশ অভিযান শুরু করে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রোকন্দি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালাম (৫৩) ও শুভ(২২) কে আটক করে, তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে হাসান
আলম (৩৫),শিপন (৩০), ওহিদ (৫০) ও বিল্লাল হাওলাদার (৪০) কে আটক করে। ডাকাতদের স্বিকারোক্তি অনুযায়ী কেরানীগঞ্জ মডেল থানাধীন আতাসুর এলাকার আব্দুর রহিমের গোডাউন হতে ১৬ ড্রাম, গাজীপুরের গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকা থেকে ১৯৩ ড্রাম কাচামাল উদ্ধার করা হয়। প্রায় দেড়
কোটি টাকা মুল্যের ২৯৩ ড্রাম মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ জানুয়ারী মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানায় আয়োজিত প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (অপঃ) জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ আলমগূর হোসেন মজুমদার, ওসি তদন্ত সানোয়ার জাহান, ওসি অপারেশন মনিরুজ্জামান ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ এর কর্মকর্তা ফরিদ আহমেদ প্রমুখ