রাকিবুল হাসান গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সোমবার সকালে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে হামলা করে অর্ধ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। হামলায় গুরুতর আহত গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার দ্বিতীয় কর্মকর্তা আব্দুল মান্নানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে।
গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে এলাকা থেকে গ্রামীণ ব্যাংকের সমিতির সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মোটরসাইকেলযোগে গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের মাওনা শাখায় ফিরছিলেন। পথে দক্ষিণ বারতোপা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি ওই ব্যাংক কর্মকর্তাকে থামতে বলে। এসময় তিনি তার মোটর সাইকেলের গতি কমালে কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানের মাথায় ধারালো অস্ত্রে আঘাত করা হয়। এতে তার মাথায় গভীর ক্ষত হয়েছে এবং তিনি মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন। ব্যবস্থাপক ছিনতাইকৃত টাকার পরিমাণ ৬০/৭০ হাজার বলে জানিয়েছেন। আব্দুল মান্নানের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। তিনি এ শাখায় গত বছরের জুলাইয়ে যোগদান করেছেন। এ ব্যাপারে সোমবার দুপুরেও থানায় কোন জিডি বা মামলা করা হয়নি। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেন ওই ব্যাংক কর্মকর্তা।
গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনা অবগত নন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.