২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অনেক লাগে শরম

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
অনেক লাগে শরম

Sharing is caring!

মুহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ
“সবার উপর মানুষ সত‍্য,
তাহার উপর নাই”।
মহান চন্ডীদাসের অমৃত বাণী,
ভুলতে বসেছি সবাই।
স্বার্থের নেশায় অন্ধ হয়ে ,
মানবিকতা দিই বিসর্জন।
চাই চাই আরও চাই,
কিছুতেই ভরেনা মন।
সবকিছু কেড়ে নিতে চাই,
হয়না বিবেক দংশন।

আমরা মানুষ অমৃতের পুত্র,
বলতে লাগে শরম।
হিংস্র সিংহ ভরা পেটে,
কখনও করেনা আক্রমণ।
আর আমরা পশু অধীক!
আকাঙ্ক্ষা হয়না পূরণ।

লোভের মোহে ভুলে যাই,
একদিন ইতি হবে,
পার্থিব রক্ত মাংসের জীবন।
এক টুকরো সুতাও
যাবেনা সাথে,
আসলে সাধের মরন।