২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একান্ত আপন তুমি

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
একান্ত আপন তুমি

Sharing is caring!

মুহাম্মাদ জাহিদুল ইসলাম জাহিদ
তুমি আমার রঙিন স্বপ্ন
তুলিতে আঁকা ছবি,
জ্যোৎস্না রাতের উজ্জ্বল আলো
সকাল বেলার রবি।
ভালোবাসার হৃদ গহিনে
কুঞ্জবনের হিয়া,
কুহুতানের সুরের ধ্বনি
নজরকাড়া প্রিয়া।
নির্জন বনের খেলার সাথি
লক্ষ তারার মেলা,
তুমিই আমার মনহরিণী
জীবন নামক ভেলা।
গ্রীষ্ম কালের শিশির বিন্দু
আষাঢ়ে ঝরা বৃষ্টি,
সাগর নদীর মোহনায়
সিক্ত প্রেমের সৃষ্টি।
দর্পণ দিশায় তুমিই আমার
নীলাকাশের জ্যোতি,
স্পর্শকাতর নব্যপ্রেমী
ভালো লাগার স্মৃতি।
প্রেম বিহনের পুষ্পবনে
গোলাপের সুধারানি,
মুক্তাকাশে ঢেউ জাগানো
অম্লান অমার বাণী।
হৃদয় খাঁচের ছোট্ট পাখি
অবুঝ তোমার মন,
জগৎ জুড়ে তোমার বসত
তুমিই আপনজন।