১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

অ্যাম্বুলেন্সে এবার রুগী হল গাঁজা

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২০
অ্যাম্বুলেন্সে এবার রুগী হল গাঁজা

Sharing is caring!

মোঃ বাদশা মিয়া,বিশেষ প্রতিনিধি, লালমনিরহাট : যেখানে জরুরী রোগী বহন করার কাজে নিয়োজিত থাকার কথা, অথচ মিললো ১৩ কেজি গাঁজা।
শনিবার( ২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কুলাঘাট এলাকা থেকে অ্যাম্বুলেন্স থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় অ্যাম্বুলেন্সের চালকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আকটকৃতরা হলেন, রংপুরের তহিগঞ্জ এলাকার মৃত তোমছের আলীর ছেলে আতিক হাসান(২৩) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল কাদের মোল্লার ছেলে আইনাল হক(১৮) ।
জানাগেছে, গভীর রাতে নাগেশ্বরী থেকে বগুড়া দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এসময় গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যদের সন্দেহ হলে ধাওয়া করে কুলাঘাট এলাকায় আটক করে। এসময় গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা আটককৃত অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি করলে রোগীর বদলে ১৩ কেজি গাঁজা পাওয়া যায়। পরে অ্যাম্বুলেন্স ও দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন আরো জানান, জব্দকৃত অ্যাম্বুলেন্সটি কার নামে বের করা হচ্ছে। কাগজ অনুযায়ী অ্যাম্বুলেন্সের মালিকের ব্যবস্থা গ্রহণ করা হবে।