Sharing is caring!
হেলাল আহমদ, ২৩শে জুন রোজ রোববার লেবানন আওয়ামী লীগ এর একাংশের সভাপতি আবুল বাশার প্রধান অন্য অংশের সভাপতি বাবুল মুন্সির কমিটি পৃথকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করার জন্য লেবানন প্রবাসী বাংলাদেশী দলের সবাইকেই সামাজিক যোগাযোগ ফেসবুক ও whatsapp এ এমন উক্তি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে দলটি।
প্রসঙ্গত বাংলাদেশে রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ২৩ জুন সকালে বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। এরপর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলের কেন্দ্রীয় নেতারা।এবং ২৪ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ও ২৫ জুন বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।