""""আমি চাঁদ বলছি""""
-- মুক্তি মন্ডল
নিঃসঙ্গতা কাকে বলে ?
কত প্রকার ও কি কি ?
যদি কেউ বিশ্লেষন করতে চায়
তবে আমাকে নিয়ে চিন্তা করলেই
মনে হয় সব প্রশ্নের
জবাবের অবসান ঘটবে ।
কেন না আমার জন্মলগ্ন
থেকেই আমি একা, বড় একা,
আপন কেউ নেই।
আমি মানুষের উপকার করছি
কি-না জানি না,
তবে কারও ক্ষতি যে করছি না
বেশ জোর দিয়ে বলতে পাড়ি ।
পৃথিবীর সবাইকে আমি
আমার মায়াময় আলোর
পরশ বুলিয়ে দিতে সাধ্য মত
চেষ্টা করি, কিন্তু,
কিছু কিছু অকৃতজ্ঞ লোক
আমার এ কষ্টেন জন্য
কোন সুবাক্য তো ব্যয় করেই না
বরং
আমাকে কলন্কিনী বলে গালি দেয় ।
মনে বড় ব্যাথা পাই। অথচ,
পৃথিবীর অসংখ্য প্রেমিক -প্রেমিকা,
কপোত কপোতি যখন আমার
কোমল আলোয় গভীর রাতে
চুটিয়ে প্রেম করে....................
ভালোবাসা আদান প্রদান করে
আমি প্রতিটি দৃশ্য তখন
অপলক দৃষ্টিতে দেখতে থাকি
কিন্তু,
আমি কি কখনও বলেছি,
যে তোমরা সবাই চরিএহীন ?
না বলব ও না ।
কেন না তোমাদের মতো অতটা ঈর্ষা
আমার নেই। শুধু................
একটা প্রশ্ন তোমাদের কাছে
আমার এই নিঃসঙ্গতার
ব্যাথার পড়ে ও কলন্কের
অপবাদ থেকে আমি
কোনো দিন মুক্তি পাব কি ?
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.