মোঃ বিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধিঃ
দীর্ঘ দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন তরুণ এক ডাক্তার।
ডাক্তার মাহতাব লিয়াকত নামে এক তরুণের জন্ম কুয়েতে, লেখাপড়াও শুরু কুয়েতে। সদ্য বাংলাদেশে এমবিবিএস সম্পন্ন করা এই তরুণ ডাক্তার ঢাকার আল মনোয়ার হাসপাতালে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন।
পরে প্রায় ৩ মাস আগে অসুস্থতাজনিত কারণে কুয়েতে ফেরেন ডাক্তার মাহতাব লিয়াকত।
কুয়েতে কেসিসিসি আল সাবাহ হাসপাতালে গত নভেম্বর থেকে চিকিৎসা চলছিল তরুণ এই ডাক্তারের।
কিন্তু চিকিৎসাধীন থাকা এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত ডাক্তার মাহতাবের শারীরিক অবস্থার কোনো ভাবেই উন্নতি হচ্ছিল না।
অবশেষে গত সোমবার (২০শে জানুয়ারি) কুয়েতের কেসিসিসি আল সাবাহ হাসপাতালে তরুণ ডাক্তার মাহতাব লিয়াকত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাহতাব লিয়াকতের অকাল মৃত্যুতে কুয়েতের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, শোকে বিহ্বল নিহত মাহতাবের কুয়েত প্রবাসী পিতা আমিনুল মুন্সি, শশুর মোহাম্মদ মুসা ও স্ত্রী জানান, কুয়েত বাংলাদেশ কমিনিউনিটির যারা মাহতাবকে সুস্থ করে তুলতে রক্ত দিয়েছেন, তাঁদের প্রতি মাহতাবের শোকাহত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে।
নিহতের শোকাহত পরিবার জানান, বর্তমানে মাহতাবের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তাঁরা আরো জানান, বৃহস্পতিবার (২৩ শে জানুয়ারি) আসরের নামাজের শেষে স্থানীয় সাবাহ হাসপাতাল প্রাঙ্গণে মাহতাবের প্রথম জানাজা শেষে ওই দিনই বাংলাদেশে নিহতের মরদেহ দেশে পাঠানো হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.