Sharing is caring!
ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ কোপা দেলরের শেষ ষোলোয় দ্বিতীয় সারির দল নিয়ে তৃতীয় বিভাগের দল ইবিজার বিপক্ষে খেলতে নেমেছিল বার্সেলোনা। বিশ্রামে ছিলেন লিওনেল মেসি পিকে ও সার্জিও বুসকেতসও। এছাড়া চোটের কারণে তো লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলে নেই।
তবে তৃতীয় বিভাগের ইবিজার বিপক্ষে শুরুতে গোল খেয়ে হারের শঙ্কা জাগিয়েছিল কেকে সেতিয়েন শিষ্যরা। কিন্তু অঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে শেষ পর্যন্ত টুর্নামেন্টটির শেষ ষোলোয় উঠল কিকে সেতিয়েনের দল। বার্সা জেতে ২-১ গোলে।
এদিকে বড় জয় পেয়েই কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় সারির দল ইউনিয়নিস্তাসের বিপক্ষে জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। এই জয়ের পর শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।দলের হয়ে একটি করে গোল করেন গ্যারেথ বেল ও ব্রাহিম দিয়াস। আত্মঘাতী থেকে অন্য গোলটি আসে।