১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

নওগাঁয় ২টি গাঁজার গাছসহ চাষী আটক

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২০
নওগাঁয় ২টি গাঁজার গাছসহ চাষী আটক

Sharing is caring!

নাইম,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ২টি গাঁজার গাছ সহ শরিফুল ইসলাম (২৮) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে থানা পুলিশ। গাঁজাচাষী শরিফুল উপজেলার মরাপুকুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই গাঁজা চাষী তার নিজ শয়ন ঘরের পিছনে গাঁজার গাছ লাগিয়ে প্রতিনিয়ত পরিচর্যা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১টার সময় এসআই ফারুক ও এসআই নয়ন কুমার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সাড়ে একটি ১০ ফুট উচ্চতার ৮০০ গ্রাম ওজনের আরেকটি সাড়ে ৬ ফুট উচ্চতার ১৫০ গ্রাম ওজনের ২টি গাঁজার গাছসহ গাঁজাচাষীকে আটক করেছেন।

এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইসচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত শরিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের পুর্বক বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।