এম আব্দুর জব্বার :: টাঙ্গাইলে ভুয়াপুর থানার কুতুবপুর রায়েরবাঁশলা পাড়া গ্রামের মোঃ আলমগীর তালুকদার,পিতার নাম মোঃ মুনসুর আলী।
গত শুক্রবার (১৭ জানুয়ারি) সংবাদ সংগ্রহের কথা বলে তার নিজ এলাকায় সাথে করে মাতৃজগত পএিকা ও টিভির স্টাফ রিপোর্টার এস এম শহিদুল ইসলাম কে নিয়ে যায়।
কিন্তু গত রোববার (১৯ জানুয়ারি) রাত থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এস এম শহিদুলের পরিবারের সুত্রে জানা যায় গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আলমগীর তালুকদার জনি লালমনিরহাট থেকে সংবাদ সংগ্রহ ও জরুরি কাজের কথা বলে এস এম শহিদুল ইসলাম বাবলুকে সাথে করে তার প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যায়।
প্রয়োজনীয় জিনিস পত্রর বিবরন :
১ - একটি ৭০০ D canon camera।
২ - একটি স্যামস্যাম ল্যাপটপ।
৩ - একটি ভিডিও মাইক্রো সহ ব্লুটুথ।
৪ - একটি ৩২ জিবি ইষ্টিল বডি পেইন ড্রাইব।
৫ - একটি কলম ক্যামেরা।
৬ - ৩ টি ডায়েরি।
৭ - ৩ টি পত্রিকা ও টিভি চ্যানেলের পরিচয় পত্র।
৮ - শিক্ষাগত যোগ্যতার সকল মুল সার্টিফিকেট।
জাতীয় পরিচয় পত্র।
৯ - একটি মোবাইলের চার্জার ও পাওয়ার ব্যংক।
১০ - ২ টি শার্ট ২ টি প্যান্ট ও 1টি এটিএম লুঙ্গি ও গেন্জি। সহ আটক রেখে মুক্তিপন বাবদ ২৫০০০/=(পঁচিশ হাজার ) টাকা দাবি করছেন বলে জানা গেছে।
এখন ঐ শহিদুলকে আলমগীর ও তার বাবা জিম্বি করে রেখেছে। এতে শহিদুলের পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক ২টি মামলা করা হয়েছে বলে তাহার পরিবারের নিকট থেকে জানা যায়। ও ঢাকা টঙ্গী থানায় এই ঘটনাকে কেন্দ্র করে ডায়েরি করা হয়েছে,যাহার নং ২৩২/২০২০ বিস্তারিত গনমাধ্যমে ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পর্যায় ক্রমে আসিতেছে ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.