আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ আবদুর রহিম প্রকাশ মালেক নামের এক অস্ত্র কারিগরকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে পানির ছড়ার গহীন অরণ্য থেকে তাকে আটক করা হয়।
আটক মালেক পানিরছড়া গ্রামের গুরা মিয়ার ছেলে। এ সময় তার কাছে পাওয়া যায় ৬৫টি গুলির খোসা, কার্তুজ, রাইফেলের গুলি ও অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্চাম।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘গত ২৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদসহ ৯৬ জন সন্ত্রাসী ও জলদস্যু আত্মসমর্পণ করে। আর যারা আত্মসমর্পণ করেনি তাদেরকে আটক ও অস্ত্র উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.