২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্ত্রীকে গর্ভবতী করার দায়িত্ব বন্ধুকে, তারপর দেখুন

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
স্ত্রীকে গর্ভবতী করার দায়িত্ব বন্ধুকে, তারপর দেখুন

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক : সন্তান জন্মদানে অক্ষম থাকায় স্ত্রীকে গর্ভবতী করার দায়িত্ব দিয়েছিলেন বন্ধুকে। কিন্তু বন্ধুও তেমনই! ৭৭ বার চেষ্টা করেও গর্ভবতী করতে পারেননি। এ অভিযোগ এনে বন্ধুর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন পুলিশকর্মী দারিয়াস মাকামবাকো। এমনই এক ঘটনা ঘটেছে তানজানিয়ায়।

 

 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ৫২ বছরের বন্ধু ইভান্স মাস্তানোর দ্বারস্থ হন দারিয়াস। বন্ধুকে অনুরোধ জানিয়ে বলেন, আমার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে হবে। প্রথমে রাজি না হলেও, ২০ লাখ তানজানিয়ান সিলিং অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকায় রাজি হন ইভান্স। শর্ত, আগামী ১০ মাসে সপ্তাহে তিনবার শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে।

 

 

মোট ৭৭ বার শারীরিক সম্পর্কে লিপ্ত হন ইভান্স। তবে ফল মেলেনি। পরে চিকিৎসকরা জানান, ইভান্সও দারিয়াসের মতো বন্ধ্যা। যদিও চিকিৎসকদের এই দাবি স্বীকার করতে রাজি নন ইভান্স। কারণ তার দুই সন্তান রয়েছে। পরে অশান্তির জেরে ইভান্সের স্ত্রী স্বীকার করতে বাধ্য হন, ওই সন্তানেরাও ইভান্সের নয়। বরং তার ভাই এডওয়ার্ডের।

 

 

তবে দারিয়াস মাকামবাকো এই যুক্তিতে খুশি হননি। টাকা ফেরত চেয়ে মামলা করেন বন্ধু ইভান্সের বিরুদ্ধে। তবে ইভান্সের দাবি, ‘আমি কোনো ধরনের গ্যারান্টি দিইনি। তাহলে টাকা ফেরত কেন?