২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এনে দাও

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
এনে দাও

Sharing is caring!

### এনে দাও ###
কৃষ্ণা শর্মা –
_____________________________
জাগাও মুমূর্ষু ধরা প্রাণ___
ফলের আনো ফল,আনো ক্ষুধার্তের লাগি খাদ্য,
আত্নার আনো শান্তি,আনো যারা রহিয়াছে জাগি।

তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন,তার তরে-
ছড়িয়ে দাও আলোয় আলোয়,তোমাদের মুঠি ভরে।
কর সবার মন-প্রাণ তৃপ্ত,
মিশিয়ে দাও তোমার তীব্র আলোয়।

বর্ণিলতার অফুরন্ত রহস্যের স্পর্শে,
জাগিয়ে দাও মানবতার দোয়ার।
গভীরভারে অবলোকন করে দাও প্রকৃতিকে,
উন্মোচন গোপন রহস্যে ভরিয়ে দাও আনন্দকে।

হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো,
সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে।
ঘন-সিয় জুলমাতের কূলে একা বসে,নাহি ভরসা,
সেই মুসাফিরের অপেক্ষায়।

নসিবের ভ্রূকুটি যাতনা সহি কি করে,
আমি যে বড় কিংকর্তব্যবিমুঢ়।
অমোঘ করে দাও আমায়,
এনে দাও তাহাকে___________

২০/০১/২০২০খ্রিঃ-