Sharing is caring!
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের পরিচালিত মাদক বিরোধি অভিযানে ডিবি পুলিশের পাতা জালে আটকা পরেছে ১ মাদক ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানাগেছে, ২০ই জানুয়ারি ২০২০ দুপুর ০২.৩০ ঘটিকার সময় ভোলা গোয়েন্দা বিভাগের অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের তত্তাবধানে এস আই শংকর কুমার ঘোষের নেতৃত্বে একদল পুলিশ ভোলা
সদর মডেল থানাধীন পৌরকাঠালী ০৮নং ওয়ার্ডে অভিযান করিয়া আসামী ১। মো: শিহাব (২০) পিতা- মো: হুমায়ুন কবির সাং পুরান যুগির ঘোল ০৮ নংওয়ার্ড থানা- ও জেলা ভোলাকে ২০( বিশ) গ্রাম গাজাসহ গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।